হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপের মধ্যে যখন কথা হয় ,
তখন পুরো চ্যাট টাই সকলে পড়তে পারে। কিন্তু এবার সেই নিয়ম বদলাচ্ছে ।
এবার থেকে গ্রুপের মধ্যেই আলাদা করে কথা বলতে পারবেন কোনো একজনের সঙ্গে। সেজন্য থাকবে রিপ্লাই প্রাইভেটলি -তে ক্লিক করলেই হবে। গ্রুপের মধ্যেই চলবে একেবারে ওয়ান টু ওয়ান কথা ।

থাকবে পিপ মোড। এতে ভিডিও কল চলাকালীনও ক্লিক করলে অন্য উইন্ডো খুলে ফেলা যাবে।
আর সেই উইন্ডোর মাধ্যমে অন্য কাজও করা যাবে।

গ্রুপের অ্যাডমিনদের জন্য আসতে চলেছে নতুন সেকশন। সেন্ড মেসেজ ও এডিট গ্রুপ ইনফো।
তবে ওই প্রতিবেদনের ঘোষণা অনুযায়ী এই নতুন
ফিচারগুলি পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ ওয়েবে।
কবে থেকে এই নতুন ফিচারগুলি পাওয়া যাবে, তবে নিশ্চিত করে জানা যায়নি।

1 Comments

  1. এখন আর এসব চলেনা

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post