বন্ধুরা আশাকরি ভালো আছেন, এই পোস্টে দেখাবো কিভাবে অফলাইন ট্রান্সলেটর চালাবেন। Android মোবাইল দিয়ে বা Browser দিয়ে, যেকোনো শব্দ বা বাক্যে অনুবাদ করার জন্য বা কোন শব্দের অর্থ জানার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় সেবা হচ্ছে, গুগল ট্রান্সলেট অ্যাপ। ইন্টারনেটের মাধ্যমে এটি ব্যবহার করা লাগলেও এই অ্যাপটি আপডেট করায় এবার আরো ৭টি ভাষার মানুষ জন ইন্টারনেট ছাড়াও ব্যবহার করতে পারবে গুগল ট্রান্সলেট অ্যাপ। Google Offline Translator.
অফলাইন ট্রান্সলেটর সুবিধা :
অফলাইনে নতুন যুক্ত হওয়া ভাষাগুলো হচ্ছে- বাংলা, গুজরাটি, মারাঠি, তামিল, তেলেগু ও উর্দু সহ আরো বেশ কিছু ভাষা। অফলাইনে শব্দ বা বাক্যে অনুবাদ ছাড়াও এসব ভাষাভাষীর মানুষজন ভিজ্যুয়াল ট্রান্সলেশন সুবিধাও উপভোগ করতে পারবে।আলোচিত ফিচার সমুহ :
এছাড়াও গুগল ট্রান্সলেট অ্যাপে যুক্ত করা হয়েছে কনভার্সেশন মোড ফিচার। এই ফিচারের আওতায় অন্য ভাষার মানুষের সঙ্গে নিজস্ব ভাষায় কথোপকথন করা যাবে। উদাহারণস্বরুপ, আপনি ইংরেজি ভাষার কারো সঙ্গে বাংলায় কথা বললে তিনি তা ইংরেজি ভাষায় শুনতে পাবেনযেভাবে ডাউনলোড করবেন :
অফলাইন ট্রান্সলেটর ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। একানে গুগল প্লে স্টোর এর লিংক দেয়া হয়েছে। এখান থেকে সহজে ডাউনলোড করে সেটআপ করতে পারবেন। সেটাপ করার নিয়ম :
ইন্টারনেট ছাড়াই অর্থাৎ অফলাইনে অনুবাদ সুবিধা পাওয়ার ক্ষেত্রে কাঙ্ক্ষিত ভাষার প্যাকটি ইন্টারনেট থাকা অবস্থায় ট্রান্সলেট অ্যাপ থেকে ডাউনলোড করে রাখতে হবে। ভিজ্যুয়াল ট্রান্সলেশন সুবিধার ক্ষেত্রে- ইংরেজি লেখা রয়েছে এমন কোনো কিছুর ছবি তুললে (যেমন রাস্তার সাইনবোর্ড) তা বাংলা, গুজরাটি, কন্নড়, মারাঠি, তামিল, তেলেগু ও উর্দু ভাষার মধ্যে কাঙ্ক্ষিত যেকোনো ভাষায় দেখা যাবে।শেষ কথা :
আপনি যদি কখনো অন্য দেশে যান তাহলে এই আপস আপনার অনেক উপকারে আসবে। যখন আপনি অন্য দেশের ভাষা বা কথা বুজবেন না তখন ইন্টারনেট ছারাই এই আপস দিয়ে তাদের কথা বুজতে পারবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। পোস্ট টি পরার জন্য। Post: Nayan Roy - 2017
Post a Comment